
নিউজটাইম ওয়েবডেস্ক : তিনি নেই। চিরতরে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। কেন তা অজানাই। কিন্তু তাঁর শেষ কাজ রয়ে গিয়েছে। শেষবারের মতো তাঁর অভিনীত শেষ ছবির ট্রেলার মুক্তি পেল আজ সোমবার, ৬ জুলাই ২০২০-তে।সোমবার সকাল থেকেই এই সময়টির জন্যই বসেছিলেন আপামর দেশবাসী তথা সুশান্তের ফ্যানেরা ৷ ফের প্রিয় নায়ককে পর্দায় দেখার জন্য উৎসাহও ছিল প্রচুর ৷
গোটা দেশের মানুষ কিছুতেই মেনে নিতে পারছে না প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হঠাৎ মৃত্যু ৷ সুশান্ত সিং রাজপুতের মতো অভিনেতার যে পরিণতি এরকম হবে তা মানাই যায় না ৷ ফিল্মের কেরিয়ারে মাত্র ১১ টা ছবি করেই চলে গেলেন সুশান্ত ৷ মুক্তি দেখা হল না তাঁর ১২ নম্বর ছবি ‘দিল বেচারা’-র ৷ছবির নায়িকা সঞ্জনা সাংঘি আগেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করেছেন। ছবির একটি পোস্টার শেয়ার করে সঞ্জনা লিখেছেন, ‘ম্যানিকে ছাড়া কিজি একেবারেই অসম্পূর্ণ। এটা আমার সবচেয়ে প্রিয় একটা দৃশ্য। একেবারে স্বপ্নের মতো। কাল ছবির মুক্তি পাচ্ছে। আপনারা অপেক্ষা করুন।’ সুশান্তের ব্যোমকেশ বক্সি ছবির অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ও শেয়ার করেছেন ট্রেলার মুক্তির সংবাদ। এই ছবি সুশান্তের শেষ ছবি। সব ফ্যানেদের জন্য ছবিটি বিনামূল্যে দেখানো হবে ডিজনি হটস্টার ওটিটি অর্থাৎ ওভার দ্য টপ ডিজিটাল প্ল্যাটফর্মে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ জুলাই।প্রথমে ২০১৯ সালের নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবিটি। আগে এই ছবির নাম ঠিক হয়েছিল ‘কিজি ওউর ম্যানি।’ ছবির মিউজিক পরিচালনা করেছিলেন এ আর রহমান। সুশান্তের বিপরীতে অভিনয় করেছেন সঞ্জনা সাংঘি। দর্শকেরা চেয়েছিলেন, এই সিনেমা মুক্তি পাক পড় পর্দায়। সুশান্তের শেষ ছবি হলেই দেখতে চেয়েছিলেন সকলে। সেই মতো চেষ্টাও করেছিলেন নির্মাতারা। কিন্তু করোনার প্রার্দুভাবে তা সম্ভব হল না।ডিজনির তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ‘ভালোবাসা, আশা এবং অসংখ্য স্মৃতির গল্প…সুশান্ত সিং রাজপুত তাঁর দিলদরিয়া মনের জন্যই আমাদের মধ্যে থাকবেন আজীবন। এমন প্রতিভাবান একজন অভিনেতার জন্য আমাদের এই উদযাপন…সবার কাছে দিল বেচারা পৌঁছে যাবে ২৪ জুলাই’। ক্যানসার আক্রান্ত যুবক-যুবতীর প্রেমকাহিনি ঘিরেই এগিয়েছে ‘দিল বেচারা’র প্লট। বিখ্যাত আমেরিকান লেখক জন গ্রিনের ২০১২ সালের জনপ্রিয় নভেল ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স’-এর গল্পের আদলেই তৈরি করা হয়েছে ‘দিল বেচারা’।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022