
নিউজটাইম ওয়েবডেস্ক : মুক্তি পেল ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ সিনেমার ট্রেলার। ২ মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেলারে ছবির বিষয় সম্পর্কে স্পষ্ট ধারনা দেওয়া হয়েছে।নাম ভূমিকা অর্থাৎ ‘দেবিকা’র চরিত্রে অভিনয় করেছে রানী মুখার্জী। তাঁর স্বামী, ‘মিস্টার চ্যাটার্জী’র ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে।এই দুই চরিত্র আদতে কলকাতাবাসী। মিস্টার চ্যাটার্জীর কর্মসূত্রে থাকেন নরওয়েতে। সঙ্গে থাকেন স্ত্রী দেবিকা এবং তাঁদের দুই সন্তান ‘শুভ’ ও ‘সূচী’ । কলকাতা ছেড়ে বিদেশে গিয়ে নিজেদের দুনিয়া গুছিয়ে নিয়েছেন, এমন সময় বিপর্যয়।
‘ভেলফ্রেড’ নামে এক সংস্থা ১০ মাস তদন্ত করে সিদ্ধান্তে আসেন যে তাঁদের সন্তানরা যথাযথভাবে বড় হচ্ছে না মায়ের কাছে।আসলে বিদেশে গিয়েও কলকাতাবাসীর সংস্কৃতিতেই দেবিকা বড় করছিলেন সন্তানদের। কখনও হাত দিয়ে খাইয়ে দিচ্ছেন, আবার কখনও বাচ্চাদের নজর থেকে বাঁচাতে কাজলের টিকা লাগিয়ে দিচ্ছেন। সংস্কৃতির এই পার্থক্যই তদন্তকারীদের কাছে ‘অপসংস্কৃতি’ বলে মনে হয়। তাই বাচ্চাদের নিজেদের জিম্মায় নিয়ে নেন ‘ভেলফ্রেড’ সংস্থা। আদালতে ওঠে সেই মামলা। ট্রেলারে দেখা যায়, আইনি লড়াইতেও হেরে গিয়েছেন দেবিকা।১৮ বছর পর্যন্ত বাচ্চাদের সরকারের তত্ত্বাবধানে রাখার নির্দেশ দেওয়া হয়। তবু দমতে যান না বাচ্চাদের মা। বিরক্ত হয়ে পড়েন দেবিকার স্বামী মিস্টার চ্যাটার্জীও। তবুও হাল ছাড়েন না মা। ট্রেলারে দেবিকার সংলাপে শোনা যায়, ‘যে যে জায়গায় আমি ন্যায় পাব, দুনিয়ার যেকোনও জায়গায়, আমি সেখানে গিয়ে লড়ব।’ টানটান ট্রেলারে মুগ্ধ দর্শকেরা। গল্পটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। পরিচালনা করবেন অসীমা ছাবড়া। আগামী ১৭ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে।’ রাস্ট্র এবং মায়ের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে, জানা যাবে সিনেমা হলে।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023