মুকুটে নতুন পালক! প্রথম ভারতীয় হিসাবে রিচার্ড ডকিন্স পুরস্কার পাচ্ছেন জাভেদ আখতার

নিউজটাইম ওয়েবডেস্ক : মুকুটে এবার নয়া পালকের সংযোজন। প্রথম ভারতীয় হিসাবে রিচার্ড ডকিন্স পুরস্কার পেতে চলেছেন প্রবীণ লেখক ও গীতিকার জাভেদ আখতার। তাঁর ধার্মিক চেতনা, সমলোচনা, মতাদর্শ, সুবিবেচনা, মানবতাবাদী মূল্যবোধ, মানবিক অগ্রগতি ও চিন্তাধারা সহ বিভিন্ন বিশেষত্ত্বের জন্য এই বিশেষ সম্মানে ভূষিত হলেন তিনি। নিজের এই পুরষ্কার পাওয়ার বিষয়টি জানতে পেরেই জাভেদ আখতার বলেন, ”আমি ভীষণই সম্মানিত বোধ করছি। যবে থেকে আমি এই লেখক ও জীব বিবর্তনের বিজ্ঞানীর লেখা ‘দ্য সেলফিশ জিন’ বইটি পড়েছি। তবে থেকেই আমি রিচার্ড ডকিন্সের একজন বড় ভক্ত হয়ে উঠেছি। ”

রিচার্ড ডকিন্স ফাউন্ডেশনের তরফে তাকে এবছর পুরষ্কার দেওয়ার জন্য মনোনিত করা হয়েছে বলে এদিন আখতার কাছে একটি ই-মেল পাঠান রিচার্ড ডকিন্স। বিজ্ঞান, স্কলারশিপ, শিক্ষা বা বিনোদন জগতের একজন বিশিষ্ট ব্যক্তিকে প্রতি বছরই এই সম্মান দেওয়া হয়। এককথায় যিনি মূলত ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক সত্যকে স্বীকার করতে সক্ষম, যুক্তিপূর্ণ মল্যবোধকে সমর্থন করেন, সেই সমস্ত মানুষদের থেকেই এই পুরষ্কারের জন্য বেছে নেওয়া হয়। এবার সেই সমস্ত মানুষদের তালিকায় নাম উঠেছে জাভেদের।

জাভেদ আখতারেরে এই বিশেষ পুরষ্কার প্রাপ্তির খবর জানতে পেরেই স্বামীকে ট্যুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর স্ত্রী তথা বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। ট্যুইটারে তিনি লেখেন, ‘আমি অভিভূত। রিচার্ড ডকিন্স বরাবর জাভেদের কাছে হিরো। পুরষ্কারটি আরও তাৎপর্যপূর্ণ কারণ আজকের যুগে ধর্মনিরপেক্ষতা সব ধরণের ধর্মীয় মৌলবাদীদের দ্বারা আক্রান্ত হচ্ছে। এই সময় এই পুরষ্কার জাভেদের যৌক্তিক চিন্তাভাবনার বৈধতার সাক্ষ্য বহন করছে।” একইসাথে বিভিন্ন মহত থেকে জাভেদের জন্য ভেসে এসেছে শুভেচ্ছাবার্তা। দিয়া মির্জা থেকে শুরু করে  জোয়া আখতার, ঊর্মিলা মাতন্ডকর, আনিল কাপুর ও আরও অনেকেই জাভেদ আখতারকে অভিনন্দন জানিয়েছেন।

 

প্রসঙ্গত, গত বছর এই পুরস্কার পেয়েছিলেন ব্রিটিশ অভিনেতা ও কমেডিয়ান রিকি গ্রেভিস।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube