
নিউজটাইম ওয়েবডেস্ক : মাঝে আর একটা দিন। বৃহস্পতিবার থেকে ইডেনে হাইভোল্টেজ রঞ্জি ফাইনাল। মঙ্গলবার থেকে ইডেনে সৌরাষ্ট্র বধের প্রস্তুতি শুরু করে দিল বাংলা। প্রায় পৌনে তিন ঘন্টার নেট সেশন। হালকা চোট থাকায় হালকা অনুশীলন করেন ঈশান পোড়েল। তবে তাঁর খেলা নিয়ে সংশয় নেই। নিজে ওপেনিং ব্যাটসম্যান, তাই পিচ নিয়ে বাড়তি আগ্রহ অভিমন্যু ঈশ্বরণের। বারবার দেখে নিলেন ইডেনের বাইশ গজ। সৌরাষ্ট্র দলে দু’জন বাঁহাতি বোলার, তাই অনুশীলনে অতিরিক্ত আরও দু’জন বাঁহাতি বোলারকে ডেকে নেওয়া হয়েছিল। মূলত বাঁহাতি পেসারদের বিরুদ্ধেই হল নেট প্র্যাকটিস। সব দিকে তীক্ষ্ণ নজর কোচ লক্ষ্মীরতন শুক্লার। মনোজকে নিজে নেটে দীর্ঘক্ষণ বল করে গেলেন। পরে জানিয়েও দিলেন, তিনি তো বসে থাকার মানুষ নন! এখন শুধু শেষটা ভালভাবে হোক, এটাই চাইছেন কোচ লক্ষ্মী।
প্রথম একাদশ কী হবে বাংলার? দুটো জায়গা নিয়ে ভাবনা চিন্তা। একজন ওপেনার ও একজন বোলার। ওপেনিংয়ে করণ লাল তেমন সুবিধা করতে পারেননি। তাই অভিমন্যুর পার্টনার হিসাবে কাজি জুনেদ সাইফিকে ওপেনিংয়ে ফেরানো হতে পারে। এবং ইডেনে যেহেতু সবুজ উইকেট থাকবে, তাই একজন স্পিনারের পরিবর্তে বাড়তি একজন পেসারকে হয়ত খেলানো হবে। সেক্ষেত্রে প্রদীপ্ত প্রামাণিককে বসতে হবে। এবং দলে ঢুকতে পারেন আকাশ ঘটক। তবে এখনও কিছুই চূড়ান্ত হয়নি।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023