নিউজটাইম ওয়েবডেস্ক :
শুক্রবার ঢাকে কাঠি পড়ছে আইপিএলের। কোচিতে মিনি নিলামে উঠছেন ৪০৫জন ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় রয়েছেন ২৭৩ জন, বিদেশি ক্রিকেটার ১৩২ জন। মোট ১০ দলের জন্য মোট শূন্যস্থান ৮৭টি।
যেহেতু মিনি নিলাম তাই অঙ্ক কষেই নিলামের টেবিলে বসতে হবে ১০ দলের প্রতিনিধিদের। এক নজরে দেখে নেওয়া যাক কোন দলের হাতে কত টাকা রয়েছে, দলগুলির টার্গেটই বা করতে পারে কাদের ?
অঙ্ক কষেই নিলামে ময়দানে নামতে হচ্ছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে। কারণ নাইটদের শূণ্যস্থান বেশি, টাকা কম। ১১ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে কেকেআর।হাতে রয়েছে মাত্র সাড়ে সাত কোটি টাকা। ভালো উইকেটরক্ষক, মিডল অর্ডার ব্যাটসম্যান, একাধিক বিভাগেই ক্রিকেটার নিতে হবে নাইটদের।
তবে নিলামের আগেই কিছুটা ঘর গুছিয়ে রেখেছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি। রাহানেকে ছাড়লেও শার্দুল ঠাকুর, লুকি ফার্গুসন, রহমানুল্লাহকে দলে নিয়ে রেখেছে কেকেআর। চন্দ্রকান্ত পন্ডিতের কোচিংয়ে এবার খেলতে নামবে কেকেআর। নিলামে পন্ডিত মশাইয়ের নজরে রয়েছেন প্রতিভাবান ঘরোয়া ক্রিকেটাররা।