
নিউজটাইম ওয়েবডেস্ক : মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা করল রাজ্য। এবার শুধু সবজি ডিমেই সীমাবদ্ধ থাকবে না মিড-ডে মিলের মেন্যু, পাতে পড়বে মুরগির মাংসও। প্রসঙ্গত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলে এই মিড-ডে মিল ব্যবস্থা।মিড-ডে মিল প্রকল্পের ৬০ শতাংশ অর্থ দেয় কেন্দ্র সরকার, এবং ৪০ শতাংশ অর্থ দেয় রাজ্য সরকার। এবার রাজ্য সরকার পড়ুয়াদের মাথা পিছু ২০ টাকা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
দিন কয়েক আগেই রাজ্যের মিড-ডে মিল প্রকল্প নিয়ে চর্চা শুরু হয়েছিল।এই মিড-ডে মিলে রাজ্যের অনিয়মের অভিযোগো উঠেছিল।শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার রাজ্যকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এই অনিয়ম বরদাস্ত করা হবে না। এবার সেই কলঙ্ক মুছতেই নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। পড়ুয়াদের সঠিক পুষ্টি দিতে এবার বাচ্চাদের মেন্যুতে মাংস ও ফল যোগ করার সিদ্ধান্ত রাজ্য সরকারের। বঙ্গ বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ এই বিষয়ে রাজ্য সরকারের দিকে প্রশ্ন তুলেছেন।এদিন তিনি এয়ারপোর্টে সাংবাদিকদের বললেন, ‘ডিমের জায়গায় আলু দেওয়া হচ্ছিল, যদি মাংস পায় ভালোই হবে। কিন্তু কেবল নির্বাচনের সময় মনে পড়ে কেন বাচ্চাদের কথা?’Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023