
মিডডে মিলের গরম ডাল ভর্তি কড়াইতে পড়ে গেলেন রান্না দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর এক মহিলা। গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি জখম ওই মহিলার চিকিৎসা চলছে। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে দৌলতপুর হাইস্কুলের মিডডে মিলের রান্না ঘরে। ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এলাকায়।
সকালে মিডডে মিল রান্না করছিলেন মহিলারা। স্বনির্ভরগোষ্ঠীর এক মহিলা মিডডে মিলের রান্না করা গরম ডাল কড়াই থেকে গামলায় নামাচ্ছিলেন। সেই সময় পুতুল ভুইমালি নামের ওই মহিলা নিয়ন্ত্রণ হারিয়ে গরম ডাল ভর্তি গামলায় পড়ে যান। ঘটনায় অন্যান্য মহিলারা ও শিক্ষকরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে রশিদপুর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023