
আই সি ডি এস কেন্দ্র থেকে দেওয়া খাবারের ডালে দেখা মিলল টিকটিকি। এক শিশুকে খাবার খাওয়াতে গিয়ে ডালের মধ্যে টিকটিকি দেখতে পান মা। তার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই খাবার খাওয়া শিশুদের নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে বাঁকুড়া মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে বেশ কিছু শিশুকে। ঘটনা বাঁকুড়ার হাটগ্রাম উপরপাড়া আই সি ডি এস কেন্দ্রের। এলাকার মানুষের দাবি ১৫ থেকে ২০ জন শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।
অনান্য দিনের মতই বাঁকুড়ার হাটগ্রাম উপরপাড়া আই সি ডি এস কেন্দ্র থেকে এলাকার শিশু ও গর্ভবতী মায়েদের দেওয়া হয় খাবার। বৃহস্পতিবার সেই খাবারের ডালে দেখা মিলে একটি টিকটিকির। শিশুর মায়ের নজরে আসায় পরেই এলাকায় নেমে আসে আতঙ্ক। সেই খাবার খেয়েছে অনেক শিশু। ডালে টিকটিকি মিশে থাকার খবর চাউর হতেই খাবার খাওয়া শিশুদের নিয়ে হাসপাতাল ছোটে তাঁদের পরিবারের লোকজন। জানা গেছে গ্রামের প্রায় ১৫ থেকে ২০ জন শিশুকে নিয়ে যাওয়া হয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য। আই সি ডি এস কর্মীর দাবি শিশুদের মধ্যে কোন লক্ষন এখন দেখা যায় নি।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023