মিজোরামের ভুমিকম্পে পাশে আছে কেন্দ্র, ট্যুইট মোদীর

নিউজটাইম ওয়েবডেস্ক : দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মিজোরাম৷ সোমবার ভোর ৪টে ১৩ নাগাদ প্রথম কম্পনটি হয় ৫.৩ রিখটার স্কেলে৷ মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ফের কম্পন৷ দুটি ভূমিকম্পের জেরে মিজোরামে বহু বাড়ি আংশিক ভাবে ভেঙে পড়েছে৷ রাস্তাতেও একাধিক ফাটল দেখা দিয়েছে৷ তবে সরকারি ভাবে এখনও কোনও হতাহতের খবর নেই৷ এই ঘটনার পরেই ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কেন্দ্র পাশে আছে বলে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাকে আশ্বাস দিয়েছেন মোদী৷

টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গাজির সঙ্গে কথা হয়েছে৷ ভূমিকম্প পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে৷ কেন্দ্রের তরফে সব রকমের সাহায্য করা হবে নিশ্চিত করেছি৷’

মিজোরামে প্রথম ভূমিকম্পটি হয় রবিবার বিকেল ৪টেয়৷ এরপর সোমবার ভোর ৪টেয় ফের কেঁপে ওঠে উত্তর-পূর্বের এই রাজ্যটি৷ দ্বিতীয় কম্পনে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৫.৩৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তথ্য অনুযায়ী, এ দিনের ভূমিকম্পের এপিসেন্টার ছিল ভারত-মায়ানমার সীমান্তে চম্পাই জেলায় জোখাওথার৷ রাজধানী আইজল, চম্পাই জেলা সহ রাজ্যের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়৷

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube