
নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে সুখবর এল রাজ-শুভশ্রীর সংসারে। মা হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবার দুপুর দেড়টা নাগাদ একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। জানা যাচ্ছে, ছেলে ও মা দুজনেই সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। খবরটি সামনে আসতেই রাজ-শুভশ্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁদের ভক্ত এবং টলিপাড়ার তারকারা।
গত ১১ মে নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনেই শুভশ্রী জানান, পরিবারের ছোট্ট অতিথি আসতে চলেছে। ইনস্টাগ্রামের শুভশ্রী লিখেছিলেন, ‘আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি – আমাদের হাত ধরার জন্য, আর ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য শীঘ্রই একজন আসছে। আমরা প্রেগন্যান্ট!’ সঙ্গে রাজের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন। রাজের টি-শার্টে লেখা ছিল- ‘ড্যাড টু বি’ (হবু বাবা)। আর শুভশ্রীর টি-শার্টে জ্বলজ্বল করছিল -‘দিস গার্ল গোয়িং টু বি এ মাম্মি’ (এই মেয়েটা মা হতে চলেছে)। তারপর শনিবার দুপুরে সেই বহু প্রতীক্ষিত খবর আসে। তারপরই শুভেচ্ছাবার্তায় ভেসে যান শুভশ্রী ও রাজ। অভিনেত্রী মানালি দে ইনস্টাগ্রামে লেখেন, ‘অভিনন্দন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছোটো চকো এসেছে।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022