
নিউজটাইম ওয়েবডেস্ক : পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির ছেলে ইউভান। মা-বাবা দুজনের বিনোদন জগতের পরিচিত মুখ তাই জন্ম থেকেই বেশ জনপ্রিয় সে।রাজ এবং শুভশ্রী দুজনের সামাজিক মাধ্যমে ছেলের ছবি আপলোড করে থাকেন। কিন্তু ইউভানকে কবে অভিনয় জগতে দেখা যাবে, তা নিয়ে কৌতুহলী নেটিজেনরা। সেই দিন বোধহয় কাছে চলে এসেছে। কারণ বিনোদন জগতে এক প্রকার ডেবিও করে ফেলেছে ইউভান।
সম্প্রতি সামাজিক মাধ্যমে দক্ষিণী একটি ছবির গান ‘টমটম’ বেশ জনপ্রিয় হয়েছে।সেই গানে দিদি এবং আরও কয়েকজনের সঙ্গে রিল বানিয়েছেন শুভশ্রী। রিল দিয়েই বোধহয় শুরু করল ইউভান। মায়ের সঙ্গে নাচতে না পারলেও কখনও হাত-পা নেড়ে, কখনও আবার লাফিয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছে। নেটিজেনরা বলছে, খুব তাড়াতাড়ি ইউভানকে অভিনয় জগতে দেখা যাবে।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023