মায়ের শেষকৃত্যে নমো, বাতিল বঙ্গ সফর

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ভোর রাত ৩টে ৩০ মিনিটে প্রয়াত হয়েছেন প্রধানমন্ত্রীর মা, হীরাবেন মোদী। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। আজই ‘বন্দে ভারত’ এবং ‘জোকা তারাতলা’ মেট্রো উদ্বোধন করতে বঙ্গে আসার কথা ছিল নমোর। কিন্তু মায়ের মৃত্যুতে শোকাহত পুত্র বদল করলেন পরিকল্পনা। আজ বঙ্গসফরে আসছেন না নমো।

আজ সকালে প্রধানমন্ত্রী নিজেই টুইট করে মায়ের মৃত্যু সংবাদ দেন। তিনি এদিন লেখেন, ইশ্বরের চরণে বিশ্রাম নিচ্ছে একটি গৌরবময় শতাব্দী…মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তি অনুভব করেছি যার মধ্যে এক তপস্বীর যাত্রা রয়েছে, নিষ্কাম কর্মযোগের প্রতীক ছিলেন, এবং মূল্যবোধের প্রতি জীবন সমাহিত ছিল।’

দিন দুয়েক আগে অসুস্থ অবস্থায় নমো মাতাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। আজ ভোর রাতেই জীবনাবসান।বর্তমানে গান্ধীনগরে সম্পন্ন হচ্ছে তাঁর শেষকৃত্য। শেষ যাত্রায় মা’কে কাঁধে করে অমৃতলোকের যাত্রাপথে এগিয়ে দিয়েছেন নমো।নিজহাতে মাখিয়ে দিয়েছেন ঘি, করেছেন মুখাগ্নি।প্রধানমন্ত্রী আজ সকালে এক হতভাগ্য পুত্র। মায়ের প্রতি ভালোবাসার পাশাপাশি ভুলে যাচ্ছেন না দেশের প্রতি কর্তব্য। আজ ভিডিও কলে ভার্চুয়ালি বঙ্গের কর্মসূচী সারতে পারেন মোদী।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube