
নিউজটাইম ওয়েবডেস্ক : ১৫ বছরের কিশোরীকে লাগাতার ধর্ষন তার বাবা ও ঠাকুরদার। এর ফলে গর্ভের সঞ্চার হয় কিশোরীর শরীরে। ২৫ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও তার বয়েস ও শরীরের কথা বিবেচনা করে গর্ভপাতের অনুমতি দিল মাদ্রাজ হাইকোর্ট। তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলার ঘটনা।
মেয়েটির কথা জানিয়ে হাইকোর্ট পিটিশন দাখিল করে তার মামা। সেই পিটিশনের শুনানিতে এই রায় দিয়েছে আদালত। কিশোরীর বয়ান অনুযায়ী, তার মায়ের মৃত্যুর পর ক্রমাগত তাকে ধর্ষন করে গিয়েছে তার বাবা ও ঠাকুরদা। এই অভিযোগের ভিত্তিতে পক্সো ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। এই শুনানির দায়িত্বে থাকা বিচারপতি পেঙ্গিয়াপ্পান জানিয়েছেন, ভারতীয় সংবিধান অনুযায়ী মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগনেন্সি অ্যাক্টে গর্ভ সঞ্চারের ২০ সপ্তাহ পর গর্ভপাত করা আইনত দন্ডনীয়। কিন্তু সেই ধারায় ব্যাতিক্রম পরিস্থিতির উল্লেখও আছে। তিনি এও বলেন, আদালতের নির্দেশ মেনে থাঞ্জাভুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এই মেডিক্যাল বোর্ড কিশোরীর গর্ভপাত করা সম্ভব কিনা তা খতিয়ে দেখে। এরপর তারা জানায় যে ঐ কিশোরীর সামাজিক ও শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তার গর্ভপাত করাই শ্রেয়। এই বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথা মনে করিয়ে দিয়ে বলেন, বাধ্যতামূলক কোনো কারণ থাকলে শারীরিক অবস্থা বুঝে ২০ সপ্তাহের পরও গর্ভপাতে অনুমোদন দেন বিচারপতি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022