
চিতাবাঘের দুটি শাবককে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য বাগডোগরা বনদপ্তরের কর্মীরা যথার্থ প্রচেষ্টা অবশেষে সফল হল ।
বাগডোগরা অদূরে মুনি চা বাগান এলাকায় গতকাল দুটি চিতাবাঘের শাবক দেখতে পায় এলাকাবাসী এবং সেই দেখে চা বাগানের শ্রমিক ও বাগান কর্তৃপক্ষ বাগডোগরা বনদপ্তরকে খবর দেয়। বনদপ্তরের কর্মীরা খবর পেয়ে ছুটে গিয়ে চিতা বাঘের দুটি শাবককে উদ্ধার করে। এবং মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালায় ।
অবশেষে গতকাল গভীর রাতেই মা চিতাবাঘ তার সন্তানের টানে ছুটে এসে তার বাচ্চাদের নিয়ে যায় ঘরের উদ্দেশ্যে ।এই ছবি ক্যামেরাবন্দী করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে।
বাগডোগরা বনদপ্তরের রেঞ্জার সমিরন রাজ জানান, চিতা বাঘের শাবকগুলিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল, বেশ কয়েক ঘন্টা প্রচেষ্টায় বন কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় অবশেষে চিতার শাবক গুলিকে মায়ের কাছে ফিরিয়ে দিতে পেরেছি সেটাই সবথেকে বড় পাওনা।
- সভা মঞ্চ থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? - March 29, 2023
- আরও চারমাস তিহাড় জেলেই অনুব্রত - March 29, 2023
- মহানগরের রাজপথে শাসক-বিরোধী, বঙ্গে হাইভোল্টেজ বুধবার! - March 29, 2023