
নিউজটাইম ওয়েবডেস্ক : মাস্টার ব্লাস্টারের ফের ছ্ক্কা। তবে এবার মাঠে নয়, বাড়িতে। লকডাউনে নিজের হেয়ার স্টাইলের পর এবার ছেলে অর্জুনের জন্য কাঁচি ধরলেন বিশ্বের সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। নিজের হেয়ার স্টাইলের ছবি সোশ্যালে পোস্ট করতেই অনুরাগীদের থেকে দারুণ সাড়া পেয়েছিলেন। এবার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা চালালেন ছেলের চুলে। বাবা-ছেলের এই দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারেননি সচিনের মেয়ে সারা। সেই ভিডিও ক্লিপিংস পরে ইনস্টায় পোস্ট করতেই শোরগোল নেটমহল্লায়। ক্যাপশনে সচিন লিখেছেন, বাবা হলে সন্তানের জন্য অনেক কিছু করতে হয়। তিনিও তাই লকডাউনে কাঁচি হাতে নিয়েছেন!

Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022