মাস্টার ব্লাস্টার এবার পরিণত হেয়ার স্টাইলিস্টে !

নিউজটাইম ওয়েবডেস্ক : মাস্টার ব্লাস্টারের ফের ছ্ক্কা। তবে এবার মাঠে নয়, বাড়িতে। লকডাউনে নিজের হেয়ার স্টাইলের পর এবার ছেলে অর্জুনের জন্য কাঁচি ধরলেন বিশ্বের সেরা ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। নিজের হেয়ার স্টাইলের ছবি সোশ্যালে পোস্ট করতেই অনুরাগীদের থেকে দারুণ সাড়া পেয়েছিলেন। এবার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা চালালেন ছেলের চুলে। বাবা-ছেলের এই দুর্লভ মুহূর্ত ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারেননি সচিনের মেয়ে সারা। সেই ভিডিও ক্লিপিংস পরে ইনস্টায় পোস্ট করতেই শোরগোল নেটমহল্লায়। ক্যাপশনে সচিন লিখেছেন, বাবা হলে সন্তানের জন্য অনেক কিছু করতে হয়। তিনিও তাই লকডাউনে কাঁচি হাতে নিয়েছেন!

একা সচিন নয়, লকডাউনে হেয়ার স্টাইল বদলেছেন আরও অনেক ক্রিকেটার। চতুর্থ লকডাউনেও মহারাষ্ট্রে খুলবে না সেলুন। অগত্যা বাধ্য হয়েই সবাইকে বাড়ির লোকের হাতে ছেড়ে দিতে হচ্ছে নিজেদের মাথা। যদিও সচিন তাঁর মাথার চুল কারোর হাতে ছেড়ে দেননি। নিজেই নিজের চুল কেটে ছবি শেয়ারের সময় ক্যাপশনে লিখেছিলেন মাঠের স্কোয়্যার কাট ঘরে বদলে গেছে হেয়ার কাটে।

প্রথম দফা লকডাউন ঘোষণার কিছুদিন পরেই বিরাট কোহলির হেয়ার কাট করে দেন অনুষ্কা শর্মা। কাঁচি হাতে চুল কাটছেন অভিনেত্রী স্ত্রী, এই ছবি সোশ্যালে আসতেই হুড়মুড়িয়ে ভাইরাল।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube