
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ের মাঝে মাস্ক নিয়ে কালোবাজারির খবর মিলেছিল । এবার এর পিছনে বড় চক্রের হদিশ পেল মুম্বই পুলিশ। উদ্ধার হল ১৫ কোটি টাকা মূল্যের ২৫ লাখ মাস্ক।
সোমবার মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুষ্কৃতীদের গুদামে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় লুকিয়ে রাখা প্রচুর মাস্ক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জনকে। জানা গিয়েছে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হিসেবে চিহ্নিত ওই মাস্কগুলি উচ্চমূল্যে দেশের বাইরে বিক্রি করার উদ্দেশে গুদামে মজুত করা হয়েছিল। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিংয়ের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি জানান, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় মাস্ক নিয়ে কালোবাজারি হচ্ছে, এরপর এই বিষয়ে তদন্ত ও প্রয়োজনে গ্রেফতারের জন্য ক্রাইম ব্রাঞ্চকে নির্দেশ দেন পুলিশ কমিশনার। ধৃতদের গুদাম থেকে বেশ কিছু এন-৯৫ মাস্ক এবং তিনটি থ্রি-প্লাই মাস্ক উদ্ধার করে পুলিশ। যার বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। ধৃতদের জেরায় পুলিশ জানতে পারে, ভিওয়ানি এলাকার এক গুদামেও বেশ কিছু মাস্ক মজুত রয়েছে। ওই গুদামে হানা দিয়েও ৪ লাখ টাকা মূল্যের মাস্ক উদ্ধার হয়েছে। মুম্বই পুলিশের ডিসিপি জানায়, বেশি লাভের আশায় এই মাস্কগুলি মজুত করেছিল দুষ্কৃতিরা, জানিয়েছেন গোয়েন্দারা। ঘটনায় মোট ৬ জন দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, মাস্কগুলি প্রতিটি ৩০০ টাকা দামে স্থানীয় বাজারে বিক্রি হয়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022