
নিউজটাইম ওয়েবডেস্ক : বাড়ির মালিক হাসপাতালে ভর্তি। তাঁকে দেখাশোনা করতে স্ত্রীও হাসপাতালে। সেই সুযোগ নিয়ে বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য বুনিয়াদপুরে। ১০ নং ওয়ার্ডের অন্তর্গত হাটখোলা এলাকার এক বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দামি সমস্ত কিছু চুরি করে চম্পট দেয়। আজ বাড়িটির দরজা খোলা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা খোঁজ নিতে গেলে বিষয়টি নজরে আসে। খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
বাড়ির শিবেন ঘোষ অসুস্থ হয়ে কয়েকদিন ধরে কালদিঘি হাসপাতালে ভর্তি আছেন। বাড়িতে তালা দিয়ে স্ত্রী শেফালী ঘোষ হাসপাতালে তাঁর দেখাশুনা করছেন। সেই সুযোগে গত রাতে শিবেন ঘোষের বাড়ির সদর দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢুকে আলমারির সোনা দানা সহ প্রচুর টাকা পয়সা নিয়ে পালায়। আজ বিষয়টি নজরে আসার পর এলাকার মানুষজন বাড়িতে গিয়ে দেখেন দরজা ভাঙা এবং ভিতরের সমস্ত জিনিসপত্র তছনছ হয়ে পড়ে রয়েছে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023