মালদায় ২০০ আদিবাসী ‘কন্যা-দান’ করবেন মুখ্যমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ভূবনেশ্বরে জাতীয় নিরাপত্তা প্রসঙ্গে ডাকা বৈঠকে অমিত শাহের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেখান থেকে বেরিয়েই এদিন মালদার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ‘রূপশ্রী’ প্রকল্পের আওতায় আগামী ৫ মার্চ মালদায় আদিবাসী সম্প্রদায়ের একটি গণবিবাহের অনুষ্ঠান আ‌য়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী।

আদিবাসীদের পাশে থাকার বার্তা দিতেই এই গণবিবাহের আ‌য়োজন করা হয়েছে মমতা সরকারের তরফে। তাই নিজে সশরীরে সেখাআনে উপস্থিত থেকে ‌যে কোন সময় আদিবাসীদের পাশে থাকার বার্তা দিতে চান মমতা। পাশাপাশি তাঁর এই পদক্ষেপ বিশ্ব হিন্দু পরিষদের জন্য ‌যোগ্য জবাব বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, এক মাস আগে আদিবাসীদের বিয়ে দেওয়ার মাধ্যমে তাঁদের ধর্মান্তরকরণের অভি‌যোগ ওঠে বিশ্ব হিন্দু পরিষদের  বিরুদ্ধে।

রাজ্য সরকারের ‘রূপশ্রী’  প্রকল্পে আওতায় ‌যারা রয়েছেন তাঁদের ১৮ বছর হওয়ার পর বিয়ের জন্য এককালীন ২৫০০০ টাকা অনুদান দেওয়া  হয় সরকারের তরফে। কিন্তু এখনও প‌র্যন্ত এই প্রকল্পের কথা আদিবাসীরা  ভালো ভাবে জানেননা। তাই তাঁদের কাছে এই প্রকল্পের বার্তা পৌঁছে দিতেই এই পরিকল্পনা তৃণমূল শিবিরের। ‘রূপশ্রী’ প্রকল্পের আওতায়  আগামী ৫ মার্চ বিয়ের ব্যবস্থা করা হয়েছে প্রায় ২০০ আদিবাসী কন্যার।   

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube