মালদায় চাষ হবে মিয়াজাকি আম

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। রাজীব ঘোষ ।।

শুধুই ল্যাংড়া,লক্ষনভোগ,হিমসাগর বা ফজলিই নয় বিশ্বের সব থেকে দামি আম এবার চাষ হতে চলেছে মালদায়। বিশ্ববাজারে এই আম প্রায় লক্ষাধিক টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। জাপানের এই লক্ষ টাকা দামের আম মিয়াজাকি এবার পশ্চিমবঙ্গের আমের জেলা মালদহে বানিজ্যিক ভাবে চাষ করার উদ্যোগ নিয়েছে জেলা কৃষি দফতর। মালদহের ইংরেজবাজার ব্লকে এই আমের বাগান তৈরির পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সুদূর জাপান থেকে নিয়ে আসা হচ্ছে মিয়াজাকি আমের চারাগাছ। আগামী এক সপ্তাহের মধ্যেই মালদহে পৌঁছাবে লাখ টাকা দামি আমের চারাগাছ।

আমের জন্য বিখ্যাত মালদহ । স্বাদে গন্ধে অতুলনীয় মালদহের একাধিক প্রজাতির আমের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। বহু প্রজাতির আম চাষ হয় মালদহে। তবে কেজি প্রতি লাখ টাকার আম নেই মালদায়। এবার সেই আশা পূরণ হতে চলেছে জেলার আমচাষীদের। জাপানের লক্ষটাকা দামের মিয়া্জাকি এবার চাষ শুরু হচ্ছে জেলায়। ইংরেজবাজার ব্লক কৃষি দফতরের আধিকারিক ডক্টর সেফাউর রহমানের উদ্যোগেই মূলত এই প্রচেষ্টা। এক বেসরকারি এজেন্সির মাধ্যমে জাপান থেকে এই গাছের চারা নিয়ে আসা হচ্ছে। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মোট ৫০ টি গাছের চারা নিয়ে আসা হচ্ছে। এক একটি গাছের চারার দাম পড়েছে ভারতীয় টাকায় প্রায় এক হাজার টাকা। কৃষি দফতরের কর্তারা পরিকল্পনা নিয়েছেন, এই গাছ গুলি থেকে কলম পদ্ধতিতে আগামীতে তারা ফলন করবে আমের। বাড়ানো হবে চাষ।

মিয়াজাকি আম দেখতে অনেকটা  ডিমের আকৃতির। এই আমের রং সাধারণ আমের মত নয়, আমের রং বেগুনি। তবে পাকলে লাল রঙের হয়।  জানা গিয়েছে, জাপান থেকে এই আম ব্রান্ডেড করে বিশ্ববাজারে বিক্রি করা হয়। ভারতীয় টাকায় প্রায় লক্ষাধিক টাকা কেজি দরে বিক্রি হয় এই আম। একটি আমের ওজন সর্বচ্ছ ৩৫০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত হয়।

বর্তমানে শুধু মাত্র জাপানে নয়, এই আম এশিয়ার একাধিক দেশে চাষ হচ্ছে। থাইল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশেও চাষ হচ্ছে। এমনকি ভারতবর্ষেও এই আমের চাষ শুরু হয়েছে। ভারতে প্রথম মধ্যপ্রদেশের এক কৃষক এই আমের চাষ শুরু করেন।

মালদহে এই আমের চাষ সফল হলে অর্থনৈতিক চাঙ্গা হবে জেলায়। স্থানীয় বাজারে লক্ষ টাকা দরে বিক্রি না হলেও ৩০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হবে এই আম। তবে এই আম চাষের মূল উদ্দেশ্য হবে বিদেশে  রপ্তানি করা।আমের জেলায় নতূন পালক জুড়তে শুরু করছে খুব শিঘ্রই।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube