
।। স্বর্ণালী মান্না ।।
মালদহের একটি স্কুলে ঘটে গেল এক হাড় হিম করা ঘটনা । মালদহ থানার মুচিরা চন্দ্রমোহন হাইস্কুলে ক্লাস চলাকালীন আচমকাই ঢুকে পড়ল এক বন্দুকবাজ ।সবার নজর এড়িয়ে স্কুলের ভিতরে ঢুকে পরে বন্দুকধারি এক যুবক । ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । তার দাবি তার ছেলে ও স্ত্রীকে পুলিশ ও তৃণমূল অপহরণ করেছে, এমনকি অভিযোগ করেও মেলেনি কোনও সমাধান ।
টেবিলের উপর রাখা ছিল অ্যাসিডের বোতলও । হাতে বন্দুক নিয়ে অনবরত শাসিয়ে যাচ্ছিল যুবক । স্বাভাবিক ভাবেই আতঙ্কিত পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় । খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছাল পুলিশ । দ্রুত নিরস্ত্র করা হয় যুবককে । সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে পুলিশ আটক করে ওই ব্যক্তিকে ।
বন্দুকবাজের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ৭ এমএম পিস্তল, একটি ম্যাগজিন, দুটি চাকু ও দুটি পেট্রল বোম । ধৃতকে মালদা থানায় নিয়ে যাওয়া হয়েছে । সুত্রের খবর ধৃতের নাম দেব বল্লভ ।পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে ।
স্বাভাবিক ভাবেই ভীত ও সন্ত্রস্ত হয়ে আছে পড়ুয়ারা । ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে অভিভাবকদের কপালে । ঘটনার জেরে স্কুলপড়ুয়াদের সুরক্ষা নিয়ে সব মহলে উঠছে প্রশ্ন ।
- বিদেশযাত্রায় বাধা রুজিরা বন্দ্যোপাধ্যায়ের, হাজিরার নোটিশ দিল ইডি - June 5, 2023
- প্রয়াত মহাভারত খ্যাত অভিনেতা গুফি পেন্টাল - June 5, 2023
- মৃতদেহ আনতে কোনও সাহায্য পেলেন না পরিবার! - June 4, 2023