
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
ফ্রেঞ্চ কাপের বদলা লিগ ওয়ানে। কয়েক সপ্তাহ আগে ফ্রেঞ্চ কাপের নক আউটে মার্শেই-র কাছে হারতে হয়েছিল পিএসজিকে। রবিবার রাতে লিগ ওয়ানে মার্শেইকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল মেসিরা। ম্যাচের ফল ৩-০। এমবাপের জোড়া গোল সঙ্গে মেসির ১। চোটের জন্য নেইমার ছিলেন না। তবে বসন্তের রাতে কবিতার শহরে মেসি-এমবাপে জুটিই ফুল ফোটালেন। কখনও এমবাপে মেসিকে গোলের ঠিকানা লেখা পাস পাড়ালেন আবার ফরাসি স্ট্রাইকারের জন্য বল সাজিয়ে দিলেন লিও। মাঠের বাইরে দুই তারকার সম্পর্ক নিয়ে যতই গুঞ্জন হোক, কিন্তু মাঠে জুটিতে লুটি। এই ম্যাচে জয় পাওয়ায় ২৫ ম্যাচে ৬০ পয়েন্টে পৌছে গেল পিএসজি। লিগ শিরোপার আরও কাছে পৌছে গেল গালতিয়েরের দল।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023