মানবিকতার চিত্র, পথ শিশুদের আবদারে চলল কার্টুন

নিউজটাইম ওয়েবডেস্ক : বিরাট টিভির দোকান। ক্রেতাদের আকর্ষণ করার জন্য কাচের দেওয়ালের ভিতর থেকে রাস্তার দিকে ঘোরানো রয়েছে টিভি। আর সেখানে চলছে খেলা, কার্টুন, সিনেমা। বাচ্চাগুলো এগিয়ে এল, কিন্তু টিভির দিকে চোখ ফেরাতেই কপালে জুটল কটুকথা। পরিবারের অর্থ নাই, তাই ঠাই হয়েছে রাস্তায়৷ এই সমাজ তাদের শিখিয়েছে বড় বড় দোকানের দিকে তাকানো অন্যায়। তাই সাধ হলেও টিভি দেখা হয় না তাদের। কিন্তু সম্প্রতি এক অন্য চিত্র দেখল নেট দুনিয়া।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে কাচের দেওয়ালের মধ্যে বিরাট টিভি রাখা রয়েছে, আর বাইরে রয়েছে দুজন দর্শক। দুই পথশিশু, কিন্তু এইবার তাদের আর কেউ দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে না। বরং রিমোট ঘুরিয়ে তাদের পছন্দের কার্টুন চালিয়ে দিচ্ছে। পথ শিশুরাও মজা করে সেই কার্টুন দেখছে।

নেট মাধ্যমে ভাইরাল হচ্ছে এই ভিডিও। শেয়ারের পর শেয়ার। এমন দৃশ্য তো সচরাচর দেখা যায় না তাই এমন মানবিকতার নজির সকলেই রেখে দিতে চাইছেন টাইমলাইনে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube