মাধ্যমিকে মমতার সারপ্রাইজ,প্রণামের ঢল ছাত্রীদের

নিউজটাইম ওয়েবডেস্ক : তাকে দেখতে ছাত্রছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে ‌যায়। সব টেনশন নিমেষে ভুলে গেল তারা। ‌যেন হঠাৎ ই পেল ভরসা। তিনি আর কেউ নন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে পরীক্ষা শুরুর আগে আবারও আচমকাই স্কুলে হাজির হলেন তিনি।

বৃহস্পতিবার সকালে হাজরার নিউ হরাইজন স্কুলে চলে যান মমতা। কথা বললেন ছাত্রীদের সঙ্গে। মুখ্যমন্ত্রীকে দেখে যেন এক লহমায় পরীক্ষার আতঙ্ক কেটে গেল ছাত্র ও অভিভাবকদের। একে একে প্রণাম করতে শুরু করলেন ছাত্রীরা। মমতাও হালকা মেজাজে কথা বললেন ছাত্রীদের সঙ্গে। জিগগেস করলেন, ‘কী কী পরীক্ষা হল? অঙ্ক পরীক্ষা কবে?’ পরীক্ষার হলে ঢোকার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পেরে তৃপ্তির হাসি ধরা পড়ল সবার মুখে। সবাইকে শুভকামনা জানানোর পাশাপাশি পরিকাঠামোও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনেও মুখ্যমন্ত্রী হাজির হন কলকাতার দুটি স্কুলে। স্কুলে গিয়ে ছাত্রীদের সঙ্গে দেখা করার সেই ভিডিয়ো ফেসবুকে শেয়ারও করেন মুখ্যমন্ত্রী। তাতে পরীক্ষার্থীদের জানান শুভেচ্ছা।

দুটি স্কুলে ঢুকেই মুখ্যমন্ত্রী পরিকাঠামো ঘুরে দেখার পাশাপাশি ছাত্রীদের সঙ্গেও দেখা করেন, তাদের শুভকামনা জানান। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে পরীক্ষার্থীরাও খুশিতে ভরে ওঠে। অনেককেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরতে দেখা যায়। পায়ে হাত দিয়েও নমস্কার করে আশীর্বাদ চায় অনেক ছাত্রী। তাঁদের সকলকেই আগামী দিনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube