
মাধ্যমিকের ফর্মফিলাপের জন্য সরকার নির্ধারিত টাকা হল ২৫০। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের একাধিক স্কুলের বিরুদ্ধে সরকার নির্ধারিত টাকার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠলো এবার । ১৬০০ থেকে ২৬০০ টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পড়ুয়া থেকে অভিভাবকদের ।
টেস্ট পরীক্ষায় অনুত্তীর্নদের ফর্মফিলাপের জন্য আবার সবচেয়ে বেশী টাকা নিচ্ছে স্কুলগুলি বলে জানা যাচ্ছে । নটেন্দ্রপুর নগেন্দ্রনাথ হাইস্কুল ও কোম্পানিরচর মহেশ্বরী হাইস্কুলের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ । অতিরিক্ত টাকা চাওয়া নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা । তাছাড়াও অনেক অভাবী পড়ুয়ার পরিবার এককালীন এই টাকা দিতে অপারগ ।
বৃহস্পতিবার সকাল থেকেই অভিভাবকদের বড় অংশ নটেন্দ্রপুর নগেন্দ্রনাথ হাইস্কুলের শিক্ষকদের ঘেরাও করে রাখেন । স্কুলে উত্তেজনা চরমে ওঠে । গভীর রাত পর্যন্ত ঘেরাও থাকার পর গঙ্গাসাগর কোষ্টাল থানার পুলিশ গিয়ে শিক্ষকদের বাড়ি ফেরান ।
স্কুলগুলি অতিরিক্ত টাকা নেওয়ার কথা স্বীকার করে নিয়েও কোচিংয়ের দোহাই দিয়েছেন শিক্ষকেরা । আগামী তিন মাস পরীক্ষার্থীদের কোচিং দেবে স্কুল এই বলে জানাচ্ছেন শিক্ষকরা । স্থানীয়রা স্কুলে এই কোচিং দেবে । তাঁদের সাম্মানিকের জন্য পড়ুয়াদের জন্য এই অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে সাফাই স্কুলের । কিন্তু প্রশ্ন উঠছে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কীভাবে এমন অনৈতিক কাজ করছেন ?
- মুহূর্ত তৈরি করলেন দুই ‘কিংবদন্তি’ - April 1, 2023
- সভা মঞ্চ থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? - March 29, 2023
- আরও চারমাস তিহাড় জেলেই অনুব্রত - March 29, 2023