
নিউজটাইম ওয়েবডেস্ক : মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের এবার সুসংবাদ শোনাল রাজ্য সরকার। চলতি অর্থবর্ষ শেষের আগেই এমএসকে, এসএসকে কর্মীদের গড়ে ৪০০০ টাকা করে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল নবান্নের তরফে। শনিবারই এই বেতনবৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে। এই নয়া বেতন কাঠামোর আওতাভুক্ত হয়ে কর্মীরা অতিরিক্ত বেতন হাতে পাবেন পয়লা এপ্রিল, ২০২০ থেকে।
২০২০ সালের জানুয়ারি মাস থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত হারে বেতন পেতে শুরু করেছেন। কিন্তু নয়া এই বেতন কাঠামোর অন্তর্ভুক্ত হননি মাদ্রাসার শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। শনিবারই নবান্নের সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করা হয়, যেখানে শিক্ষক ও অশিক্ষক সমস্ত কর্মীদের বেতন বৃদ্ধির সংক্রান্ত বিষয় এবং বর্ধিত বেতনের বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে চার থেকে সাড়ে চার হাজার টাকা বেতন বৃদ্ধি ঘটল মাদ্রাসা শিক্ষক ও অশিক্ষক কর্মীদের। এই বেতন বৃদ্ধির ফলে বেশ খুশি মাদ্রাসার প্রায় কয়েক লক্ষ কর্মী। তবে শুধুমাত্র মাদ্রাসা কর্মীদের নয়, এই একই হারে বেতন বৃদ্ধি ঘটেছে সব স্তরের কর্মীদেরই। বর্ধিত এই বেতন কাঠামো অনুসারে গ্রুপ ডি কর্মীদের বেতন হয়েছে ৯০০০ টাকা, যা আগে ছিল ৫৬৫৬ টাকা। একইভাবে শিশুশিক্ষা কেন্দ্রের কর্মীদের বেতন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০০০০ টাকায়। বছরের শুরুর দিকে এই বেতন বৃদ্ধির খবর পেয়ে মুখে হাসি ফুটেছে মাদ্রাসা কর্মীদের।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023