
নিউজটাইম ওয়েবডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগের তদন্তে এবার অভিনেত্রী দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রাকুল প্রীত সিং কে ডেকে পাঠাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইতিমধ্যেই জেরার জন্য দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে ডেকে পাঠানো হয়েছে।
সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় মাদক-যোগে এনসিবি ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককে গ্রেপ্তার করেছে। তদন্তে একের পর এক নাম উঠে আসছে। তাও আবার যে সে নয়, একেবারে বলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রীদের নাম। সোমবার এনসিবির আধিকারিকদের হাতে মাদক নিয়ে বি টাউন তারকাদের একটি চ্যাট প্রকাশ্যে আসে। যেখানে ডি ও কে-র মধ্যে মাদক নিয়ে বিভিন্ন কথা চালাচালি হতে দেখা যায়। মাদক প্রসঙ্গে তাঁদের মধ্যে একাধিক বার কথা চালাচালি হয়েছে বলে দাবি করে এনসিবি। বলিউডের একাংশের দাবি, ‘ডি’ আসলে দীপিকা পাদুকোন। আর ‘কে’ হচ্ছেন করিশ্মা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022