
নিউজটাইম ওয়েবডেস্ক : মাদক সেবন এবং মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে গত দুদিন ম্যারাথন জেরা করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। রবিবার ৬ ঘন্টার জিজ্ঞাসাবাদের পর সোমবার ফের সাড়ে আটঘন্টা ধরে জেরা করা হয় রিয়াকে। আজ ফের তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। এদিন সমনের নির্দিষ্ট সময়, ১০.৩০টার সময় মুম্বইয়ের ব্যালাড এস্টেটে অবস্থিতি এনসিবির কার্যালয়ে হাজির হন রিয়া চক্রবর্তী।
রবিবার সাত সকালে রিয়ার বাড়িতে হাজির হয়ে সুশান্ত সিং রাজপুত মামলার মূল অভিযুক্তর হাতে সমন ধরিয়েছিল এনসিবি। সেইদিনই তাঁকে তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর গত দুদিন সাড়ে চোদ্দ ঘন্টা ধরে সওয়াল-জবাব পর্ব চলেছে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022