
নিউজটাইম ওয়েবডেস্ক : চার লাখ থেকে পাঁচ লাখে পৌঁছাতে সময় লেগেছিল ছ’দিন। পরের এক লাখ করোনাভাইরাস আক্রান্তের হদিশ মিলল মাত্র পাঁচ দিনে। তা থেকেই স্পষ্ট, যত সময় যাচ্ছে, ভারতে সংক্রমণের হার বাড়ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬০৪,৬৪১। গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন আরও ১৯,১৪৮ জন। দৈনিক রেকর্ড সংক্রমিতের তুলনায় সেই সংখ্যাটা কম হলেও সংক্রমণের হার বরং কিছুটা উর্ধ্বমুখী। পাঁচ লাখ থেকে আক্রান্তের সংখ্যা ছ’লাখে পৌঁছাতে ১২০ ঘণ্টা লেগেছে। গত ২৭ জুন দেশে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের গণ্ডি ছাড়িয়েছিল। সেদিন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫০৮,৯৫৩। পরের পাঁচ দিনে ৯৫,৬৮৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ওই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ২,১৪৯ জনের। ফলে সবমিলিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৭,৮৩৪ জনের। তাঁদের মধ্যে শেষ ২৪ ঘণ্টায় ৪৩৪ জন মারা গিয়েছেন। যা আগের দিনের রেকর্ড মৃত্যুর থেকে খানিকটা কম। তবে গত পাঁচ দিনে যেমন মোট আক্রান্তের গ্রাফ উর্ধ্বমুখী হয়েছে, তেমনই সুস্থ রোগীর সংখ্যাও বেড়েছে। ওই সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৩,৯৭৯ জন। আপাতত দেশে মোট ৩৫৯,৮৫৯ জন করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ফলে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৫৯.৪৩ শতাংশ। একইসঙ্গে গত ২৭ জুন সক্রিয় আক্রান্তের থেকে সুস্থ রোগীর সংখ্যা ৯৮,৪৯৩ বেশি ছিল। বৃহস্পতিবার সেই ব্যবধান বেড়ে হয়েছে ১৩২,৯১২। যা নিঃসন্দেহে করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে ভারতের কাছে বড় স্বস্তির জায়গা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022