
নিউজটাইম ওয়েবডেস্ক : মাত্র ৫৮ দিনে ১,৬৮,৮১৮ কোটি টাকা তুলে ঋণ মুক্ত হল রিলায়েন্স ইন্ডাসট্রিজ। গোটা বিশ্ব থেকে প্রযুক্তিগত বিনিয়োগ হয়েছে ১১৫৬৯৩.৯৫ কোটি টাকার, এবং বিশেষ মূল্যে শেয়ার বিক্রির মাধ্যমে লাভ হয়েছে ৫৩,১২৪.২০ কোটি টাকা। এই একাধিক বিনিয়োগের মাধ্যমে রিলায়েন্স ইন্ডাসট্রিজ বর্তমানে ঋণমুক্ত।
শুক্রবার এই বিষয়ে বিবৃতিতে রিলায়েন্স ইন্ডাসট্রিজের তরফ থেকে জানানো হয়, এই ঘটনা বিশ্বে নজির বিহীন। এমনকি, দেশে কর্পোরেট জগতে এটি একটি ঐতিহাসিক ঘটনা। এত কম সময়ে এত বড় অঙ্কের ঋণ থেকে বেরিয়ে আসা, সর্বোপরি যখন দেশ জুড়ে কোভিড-১৯ এর জন্য চলছে লকডাউন সেই সময়ে এই ঘটনা দৃষ্টান্তমূলক। পেট্রো রিটেইল জে ভি-র শেয়ার বিপি সংস্থাকে বিক্রয়ের সাথে সাথে, এই গোটা শেয়ার বিক্রির প্রক্রিয়ায় মোট ১.৭৫ লক্ষ কোটি টাকা লাভ হয়েছে রিলায়েন্স ইন্ডাসট্রিজের। যেখানে গত ৩১শে মার্চ ২০২০-তে এই সংস্থার মোট ঋণ ছিল ১৬১,০৩৫ কোটি টাকা। এই বিনিয়োগের মাধ্যমে ঋণ মুক্ত দেশের তথা বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক সংস্থা। সংস্থার অবস্থানের উন্নতিতে নিজের পরিতোষ প্রকাশ করে চেয়ারম্যান মুকেশ আম্বানি এদিন জানান, আমি একই সঙ্গে আনন্দিত এবং বাধিত যে আমরা আমাদের নির্ধারিত সময়ের আগেই আমাদের শেয়ার হোল্ডারদের কাছে দেওয়া কথা রাখতে পেরেছি। বারংবার সংস্থার শেয়ার হোল্ডারদের আশানুরূপ কাজ করা, এবং তাদের সাহায্যের পূর্ণ মর্যাদা দেওয়া রিলায়েন্সের পুরোনো অভ্যাস। তাই এই অসম্ভবকে সম্ভব করার মুহুর্তে আমরা জানাতে চাই যে এইভাবেই রিলায়েন্স ভবিষ্যতেও আরও বৃহৎ লক্ষ্য স্থির করবে এবং সেই লক্ষ্যভেদও করবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022