
নিউজটাইম ওয়েবডেস্ক : সামাজিক মাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন ইউটিউবার অমিত মণ্ডল। ধীরে ধীরে নিজের স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছিলেন, এমন সময় ছন্দ পতন। মাত্র ২২ বছর বয়সেই বিদায় নিতে হল তাঁকে। সকাল থেকেই সামাজিক মাধ্যমে তাঁর ভক্তেরা শোকাহত। পোস্ট দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন ইউটিউবারকে।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে দক্ষিণ ২৪ পরগনার মুন্সিরহাট এলাকায় পথ দুর্ঘটনার শিকার হন অমিত।স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় অমিতকে। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএমে। সেখানেই প্রয়াত হন অমিত। জন্ম থেকেই শারিরিকভাবে বিশেষ সক্ষম ছিলেন অমিত। হাঁটাচলা করতে পারতেন না আর পাঁচ জনের মতো।কিন্তু নিজেকে দমিয়ে ফেলেননি। মনের সব জোর একত্রিত করে পারিপার্শ্বিকের সঙ্গে লড়াই করতে শুরু করেন। ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর হবেন, সিদ্ধান্ত নেন। ইউটিউব চ্যানেল খোলেন। জনপ্রিয়তা এতই বেড়ে ওঠে যে গোল্ডেন প্লে বটন ও পান। থমকে গেল অমিতের যাত্রা।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023