
নিউজটাইম ওয়েবডেস্ক : চল্লিশটি ‘ক্লোন ট্রেন’-এর মধ্যে পশ্চিমবঙ্গের ভাগ্যে শিঁকেছিড়ল মাত্র এক জোড়া ট্রেন। তাৎপর্যপূর্ণভাবে বিধানসভা ভোটের কয়েকদিন আগে ৬০ শতাংশ ট্রেন পেল বিহার।
মঙ্গলবার রেলের তরফে জানানো হয়, কয়েকটি নির্দিষ্ট রুটে যাত্রীদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে আগামী ২১ সেপ্টেম্বর থেকে ২০ জোড়া বিশেষ ‘ক্লোন ট্রেন’ চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেনগুলির আসন পুরোপুরি সংরক্ষিত থাকবে এবং সীমিত স্টেশনে দাঁড়াবে। কোন কোন রুটে ট্রেন দেওয়া হয়েছে, বিবৃতিরসঙ্গে তার একটি বিস্তারিত তালিকাও প্রকাশ করেছে রেল। সেই তালিকা অনুযায়ী ১২ জোড়া অর্থাৎ ২৪ টি ‘ক্লোনট্রেন’ পেয়েছে বিহার। সাহারসা, রাজগির,দারভাঙ্গা, মুজফ্ফরপুর, রাজেন্দ্র নগর, কাটিহার, জয়নগর, দানাপুর, ছাপরা এবং পাটনা থেকে সেই ট্রেনগুলি ছাড়বে। কোনও ট্রেন যাবে নয়াদিল্লি, কোনও কোনও ট্রেনের গন্তব্য সেকেন্দ্রাবাদ, আমদাবাদ, বেঙ্গালুরু, সুরাত এবং অমৃতসর। বিহার ৬০ শতাংশ ‘ক্লোন ট্রেন’ পেলেও বাংলার ভাগ্যে জুটেছে মাত্র একজোড়া ট্রেন। তা চলবে নিউ জলপাইগুড়ি এবং অমৃতসরের মধ্যে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হামসফর ট্রেনের রেক ব্যবহার করে সেই ট্রেনদুটি চালানো হবে। ভাড়া পড়বেও হামসফর ট্রেনের মতো। দেখে নিন বাংলার একজোড়া ‘ক্লোন ট্রেন’-এর সূচি ১) ০৪৬৫৩ নিউ জলপাইগুড়ি – অমৃতসর : প্রতি শুক্রবার সকাল ৭ টায় নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বে। অমৃতসর পৌঁছানোর নির্ধারিত সময় বিকেল ৪ টে ২০ মিনিট। ২) ০৪৬৫৪ অমৃতসর -নিউ জলপাইগুড়ি : প্রতি বুধবার সকাল ৮ টা ১০ মিনিটে অমৃতসর থেকে ট্রেন ছাড়বে। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর নির্ধারিত সময় বিকেল ৫ টা ৪৫ মিনিট। কোন কোন স্টেশনে দাঁড়াবে নিউ জলপাইগুড়ি – অমৃতসর এবং অমৃতসর – নিউ জলপাইগুড়ি ট্রেন ? নিউ জলপাইগুড়ি, কাটিহার, সমস্তিপুর, ছাপরা, গোরক্ষপুর, সীতাপুর জংশন, সাহারানপুর এবং অমৃতসর। সংরক্ষণ (বুকিং) ২১ সেপ্টেম্বরের ট্রেনের জন্য আসন সংরক্ষণ প্রক্রিয়া শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। অ্যাডভান্সড বুকিংয়ের সময়সীমা ১০ দিন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022