
গ্রুপ পর্ব শেষ। এবার মিশন নক আউট। শনিবার মাঝরাতে শেষ ষোলোয় অভিযান শুরু করছে আর্জেন্টিনা। রাত সাড়ে বারোটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন মেসিরা। মাত্র দু’দিন বিশ্রাম নিয়েই নামতে হচ্ছে নক আউটের লড়াইয়ে। সৌদির ধাক্কা কাটিয়ে নাটকীয়ভাবে প্রি কোয়ার্টারে উঠে এল আর্জেন্টিনা । গত ১২ বারের মধ্যে ১১ বারই তারা নক আউটে খেলছে। ১০৭৮ ও ১৯৮৬-র চ্যাম্পিয়নদের এবার অন্যতম ফেবারিট হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা। এবার দলে মেসি নির্ভরতা কম। মেসি দি মারিয়ার সঙ্গে আছেন আলভারেজের মত বেশ কয়েক জন প্রতিভাবান তরুণ। তবে তার জন্য অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিতে নারাজ স্কালোনির দল। সৌদির ধাক্কার ক্ষত এখনও দগদগে। সহজেই যাতে কোয়ার্টার ফাইনালে যাওয়া যায়, তার জন্য ছক কষছেন লিওনেল স্কালোনি। অস্ট্রেলিয়া অবশ্য গ্রুপে বেশ উজ্জীবিত ফুটবল খেলে যথেষ্ট আত্মবিশ্বাসী। মেসিকে থামানোর জন্য ছক কষছে তারাও আর্জেন্টিনা শিবিরে দি মারিয়ার চোট নিয়ে হালকা অস্বস্তি থাকলেও ভীষণভাবেই ফোকাসড মেসিরা।
- জুমেও শুরু হল কর্মী ছাঁটাই - February 8, 2023
- মালতিকে নিয়ে বরফের মধ্যে প্রিয়াঙ্কা-নিক - February 8, 2023
- অবশেষে হলেন মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রা - February 8, 2023