মাইলস্টোন নয় মনোজের পাখির চোখ শুধুই ট্রফি

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।

কেরিয়ারে তিনবার রনজি ফাইনাল খেলেছেন, একবারও চ্যাম্পিয়নের স্বাদ পাওয়া হয়নি। এবার শুধু ক্রিকেটার নন, মনোজ তিওয়ারি দলনেতাও। রনজি ফাইনাল ম্যাচে মনোজের সামনেও একাধিক মাইলস্টোন ছোঁয়ার হাতছানি। কেরিয়ারে বিদায়ের সন্ধিক্ষনে আর মাইলস্টোন নিয়ে ভাবছেন না বঙ্গ অধিনায়ক। শুধু রনজি ট্রফিটা ছোঁয়ার স্বপ্নটাই দেখেছেন আজীবন। এবার আর খালি হাতে ফিরতে নারাজ মনোজ৷ চোখে মুখে ঠিকড়ে পড়ছে আত্মবিশ্বাসের ছোঁয়া। সেটাই ছড়িয়ে দিচ্ছেন দলের মধ্যে। ক্যাপ্টেন, লিডার মনোজ ট্রফি দিয়ে বঙ্গ ক্রিকেটে লেজেন্ডদের সরনীতে ঢুকে পড়তে পারবেন ?

২৪ ঘণ্টা পরই ২২ গজে তারা একে অপরের প্রতিপক্ষ। কিন্তু বুধবারের অনুশীলনের পর সৌজন্যের ফ্রেট ধরা দিলেন মনোজ উনাদকাট। ইডেনের সাজঘরের সামনে বেশকিছু কথা হল দুই অধিনায়কের। কিন্তু সৌজন্যের এই ছবির রেশ মিলিয়ে গেল ১৫ মিনিটের মধ্যেই। গতকাল প্রতিপক্ষকে মুখে বাণীতে ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন মনোজ, বঙ্গ অধিনায়ককে পাল্টা দিতে ছাড়লে না উনাদকাটও।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube