
।। অভিষেক সিংহ ।।
মহেশতলার জিনজিরা বাজারে জোড়া খুনে উঠে এল চাঞ্চল্যকর তথ্য । তিন মাস আগেই অভিযুক্ত ওই বাড়িতেই রাজমিস্ত্রির কাজ করে প্রায় এক মাস ধরে । এক মাস ধরে কাজ করে ওই পরিবারের লোকেদের সাথে সম্পর্ক তৈরি করে অভিযুক্ত আসাব শেখ ওরফে ইউসুফ ।
অভিযুক্ত জানত দুপুর বেলা শেখর মন্ডল বাড়িতে থাকেন না , এবং গৃহশিক্ষক দুপুর সাড়ে তিনটের পর পড়াতে আসেন । সেই সুযোগকে কাজে লাগিয়ে অভিযুক্ত আসাব শেখ (ইউসুফ) চুরি করার উদ্দেশ্যে দুপুর ২টো ২২ মিনিট নাগাদ ওই বাড়ির দরজা ধাক্কা দেয় । বাড়ির লোক ওপর থেকে নিচে নেমে এসে দরজা খুলে দেয় তাকে ।
এরপরই অভিযুক্ত ইউসুফ উপরে উঠে আসে । উপরে উঠে ইউসুফ পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলে । তারপর সুযোগ বুঝে চুরি করতে গেলে প্রথমে দেখে ফেলে গৃহকর্ত্রী মায়া মন্ডল । তখনই অভিযুক্ত ইউসুফ নিজের ব্যাগ থেকে হাতুড়ি বার করে মায়া মন্ডলের মাথায় একাধিকবার আঘাত করে । এরপরই রক্তাক্ত অবস্থায় মায়া মন্ডল মাটিতে লুটিয়ে পড়লে তাঁর নাতি সমস্ত ঘটনা দেখে ফেলে ।

গোটা ঘটনা দেখে বাচ্চাটি চিৎকার করলে প্রমাণ লোপাট করার জন্যই তাকেও মাথায় হাতুড়ি দিয়ে মেরে হত্যা করে অভিযুক্ত । এরপর রক্তমাখা হাতুড়ি এবং নিজের হাত ওই ঘরের বেসিনে ধুয়ে নিজের পরনে থাকার লুঙ্গি পরিবর্তন করে হাফ প্যান্ট পরে ।
ব্যাগের মধ্যে লুঙ্গি এবং হাতুড়ি নিয়ে হাতে ছাতা নিয়ে ২ টো ৪৩ মিনিট নাগাদ বেরিয়ে যায় বাড়ি থেকে । অভিযুক্ত ইউসুফ জানত বাড়ির উল্টোদিকেই সিসি ক্যামেরা রয়েছে সেই কারণেই ছাতা দিয়ে নিজের মুখ ঢেকে রাস্তা দিয়ে হেঁটে চলে যায় । মহেশতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই রাস্তার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার মধ্যে বিষ্ণুপুর থানার বাখরাহাট রোডের রসপুঞ্জ এলাকা থেকে আটক করে । ধৃতকে মহেশতলা থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালালে অভিযুক্ত গোটা ঘটনা নিজের মুখে স্বীকার করে । এরপরই অভিযুক্তকে গ্রেফতার করে মহেশতলা থানার পুলিশ ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023