
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ‘আন্তর্জাতিক মহিলা দিবস’। প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন সর্বদাই নারী শক্তির জয়গান করে থাকেন। এই বিশেষ দিনেও তিনি নিজের কথা লিখলেন। সকল মহিলাদের উদ্দেশেও লিখলেন সুস্মিতা। আজ নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখলেন, ‘নারী হয়ে জন্মানো আশীর্বাদ। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই সব কিছুর জন্য।’
সুস্মিতা সকল মহিলাদের উদ্দেশে লিখলেন, ‘নিজের যত্ন নিন। নিজেকে মূল্য দিন। নিজেকে ভালোবাসুন। নিজেকে ব্যক্ত করুন মাঝেমধ্যে। আপনাকে কাউকে চুপ করাতে দেবেন না। আপনার আনন্দ এই বিশ্বকে ইন্ধন দেয়। নিজের শক্তি কখনও ভুলে যাবেন না।’ এরপর সুস্মিতাচিত স্বভাবে সকলকে ভালোবাসা জানিয়েছেন সুন্দরী। শেষে লিখেছেন তাঁর চিরাচরিত প্রার্থনা, ‘দুগ্গা দুগ্গা’। প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন, তাঁর রূপে-বুদ্ধিমত্তায়-দর্শনে এত বছর ধরে বহু দর্শকের মন জিতেছেন। বাঙালি বিশ্বসুন্দরী সম্প্রতি হয়ে উঠেছেন বহু মানুষের অনুপ্রেরণা। দিন সাতেক আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। স্টেন্ট বসে বুকে। হাসিমুখে জয় করেছেন সেই বেদনা। অ্যাঞ্জিওপ্লাস্টির পর বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। ফিরছেন ভালোবাসার শরীর চর্চায়। ভালো থাকুন সুন্দরী, প্রার্থনা ভক্তদের।Latest posts by Subhasree Muhuri (see all)