মহিলার মস্করার জেরে নষ্ট ২৬ লক্ষ টাকার খাবার, মার্কিন মুলুকে অশান্তি

নিউজটাইম ওয়েবডেস্ক : নোভেল করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্ব এক অসামান্য বিপদের মুখে। প্রায় ৪৫ টিরও বেশি দেশে চলছে লকডাউন। জনজীবন থমকে গেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিস মেলা ভার হয়ে দাঁড়িয়েছে জনগণের। প্রায় সমস্ত বিপণনি সংস্থা বন্ধ। খাদ্য দ্রব্য এবং ওষিধ বাদে বিশেষ কোনো জিনিস পাওয়া ‌যাচ্ছেনা কোথাও। একেবারে অত্যাবশ্যকীয় পণ্য ব্যতিত আর বিশেষ কিছুই পাওয়া ‌যাচ্ছেনা কোথাও।

এমতাবস্থায় মার্কীন ‌যুক্ত রাষ্ট্রের পেনসিলভেনিয়ায় এক মহিলা একটি সুপার মার্কেটে খাদ্য দ্রব্যের উপর ইচ্ছা পূর্বক কাশার কারণে ফেলে দিতে হয়েছে প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার মুল্যের খাবার, ‌যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ২৬ লক্ষ টাকা।

প্রসঙ্গত, মার্কিন ‌যুক্ত রাষ্ট্রে এখনও প‌র্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এরম অবস্থায় এখনও কিছু সংখ্যক লোক এই ভাইরাসের ভয়াবহতা কোনো ভাবেই তোয়াক্কা করছেন না, ‌যার ফলে এই কোভিড-১৯ এর মোকাবিলা করা হয়ে উঠছে আরও দুস্কর।

এই সুপারমার্কেটের তরফ থেকে জানানো হয়, ঐ মহিলা মার্কেটের কনফেকশনারী সেকশন, ফলমূল ও শাক সব্জি, মাংসের কেস ও নিত্য প্রয়োজনীয় কিছু খাবার জিনিসের ওপর গিয়ে কাশেন। এরফলে সকলেই ভীত হয়ে  পড়েন সংক্রমণের আশঙ্কায়। এই সমস্ত জিনিস ফেলে দিতে হয় মার্কেটের কর্মচারীদের।

‌য‌দিও পরে জানা ‌যায় ‌যে ঐ মহিলা কোভিড-১৯ এ সংক্রামিত নন, তবে তাও তাঁর পরীক্ষা করতে কোনো কসুর রাখবেনা বলে জানানো হয় সরকারি আধিকারিকদের তরফ থেকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube