মহা সমারোহে গুরুমহারাজের আবির্ভাব দিবস উদযাপন বেলুড় মঠে

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শান্তনু করণ ।।

বেলুড় মঠে মহাসমারোহে শুরু হয়েছে শ্রীশ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মতিথি উৎসব পালন।ভোর সাড়ে চারটেয় মূল মন্দিরে ঠাকুরের মূর্তির সামনে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা। সেখানেই হয় বেদ পাঠ ও স্তব গান। এরপর সন্ন্যাসী ও ভক্তরা খোল-করতাল সহ সারা মঠ ঘুরে ঊষা-কীর্তন করেন।  তারপর হয় বিশেষ পূজা আর হোম।

এরপর ধাপে ধাপে সভামন্ডপে সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান হবে। যেমন রামকৃষ্ণ বন্দনা, রামকৃষ্ণ কথামৃত পাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি, বংশীবাদন, ভজন, যন্ত্র সংগীত, ধর্মসভা ইত্যাদি । এরই মাঝে বেলা এগারোটা থেকে ভক্তদের জন্য খিচুড়ি ভোগের ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে করোনা পরবর্তী কালে  বিপুল উৎসাহ উদ্দীপনা এবং ভক্তি সহকারে বেলুড় মঠে পালিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মতিথি উৎসব

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube