
নিউজটাইম ওয়েবডেস্ক : এতদিন বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে কর্মবিরতি পালন করেছিলেন সরকারী কর্মচারীরা। আজ ধর্মঘটের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। আজ সকাল থেকেই সরকারী দফতরগুলিতে ধর্মঘটে সামিল হয়েছে কর্মীরা। রাজ্য সরকারের কাছে তাঁদের দাবি, বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। নয়তো লাগাতার অসহযোগিতা করবেন তাঁরা।
অন্যদিকে গতকালই নবান্ন সূত্রেব নোটিশ জারি করে হয়, আজ কর্মীরা উপস্থিত না থাকলে কাটা যাবে বেতন। যদিও সেই নোটিশের ভয়ে পিছিয়ে যায়নি কর্মীরা। আজ ২৯ দিন যৌথ মঞ্চের কর্মীরা অনশন করছেন। অবস্থান বিক্ষোভের ৪৩ দিন। আজ আরও চড়ল সংগ্রামের সুর। কলকাতা পুরসভার সামনে, কলকাতা পৌরনিগমের কর্মচারী ইউনিয়নের সদস্যরা বিক্ষোভে সামিল হয়েছে। জেলায় জেলায় কর্মীরা ধর্মঘটকে সমর্থন জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছে। রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকরা পঠন-পাঠন বন্ধ রেখেছে।Latest posts by news_time (see all)
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023