
নিউজটাইম ওয়েবডেস্ক : বকেয়া মহার্ঘ্যভাতা প্রদান, স্বচ্ছ নিয়োগ সহ একাধিক দাবিতে ‘সংগ্রামী যৌথ মঞ্চে’র ডাকে দু’দিনের ‘কর্মবিরতিতে অংশ নিলেন বাঁকুড়া জেলা আদালতের কর্মীরাও। ঐ সংগঠনের পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন আদালত কর্মীরা কর্মবিরতিতে অংশ নেন। কর্মীদের দাবি সম্বলিত স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে আদালত চত্বর। ফলে এদিন বাঁকুড়া জেলা আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় বলেই জানা গেছে।
দিনের ‘কর্মবিরতি’তে অংশ নিয়ে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির বাঁকুড়া জেলা সম্পাদক স্বরূপ সুশীল দাস বলেন, আমাদের সংগঠনের পাশাপাশি আরো একাধিক সংগঠন দু’দিনের পূর্ণ দিবস কর্মবিরতিতে অংশ নিয়েছে। রাজ্য সরকার যেখানে যেমন খুশী ‘দান খয়রাতি’ করছে, অথচ কর্মচারীদের নিয়ে ভাবিত নয়। যেখানে ৩৯ শতাংশ বকেয়া রয়েছে, সেখানে মাত্র ৩ শতাংশ মহার্ঘ্যভাতা দিয়ে ‘সন্তুষ্ট’ করার চেষ্টা করা হচ্ছে। বকেয়া মহার্ঘ্যভাতা না পাওয়া পর্যন্ত যৌথ মঞ্চের তরফে আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি জানান। অন্যদিকে ডিএ’র দাবিতে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চর ডাকা দুইদিনের কর্ম বিরোতিতে সামিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের কর্মীরাও। কর্মীরা আদালত চত্বরে ডিএর দাবিতে অবস্থান বিক্ষোভও প্রদর্শন করছেনতাঁদের এই কর্ম বিরতিতে বার এসোসিয়েশনও পাশে দাঁড়িয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। পাশাপাশি দুই দিনের এই কর্ম বিরতিতে আদালতের কাজে কোন সমস্যা না হয় তার জন্য কর্মীরা প্রয়োজনীয় রেকর্ড ও নথিপত্রের ফাইল বিচারকদের টেবিলে পৌঁছে দিয়ে তবেই আন্দোলনে সামিল হয়েছেন।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023