
নিউজটাইম ওয়েবডেস্ক : যত দিন যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংঘাতের আবহ। আজ ২২ দিনে পড়ল ধর্না অবস্থান। তারই সঙ্গে চলছে অনশন, একের পর এক অনশন কারীরা অসুস্থ হচ্ছেন । রাজ্য সরকারি কর্মীদের দাবি একটাই , কেন্দ্রীয় হারে তাদের ডিএ দিতে হবে। এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রকার অসহযোগিতা ঘোষণা করে ২০ – ২১ ফেব্রুয়ারি সোম ও মঙ্গলবার সপ্তাহের প্রথম দু’দিন গোটা রাজ্য জুড়ে কর্ম বিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ।
তবে সরকারি কর্মীদের এই কর্ম বিরতি যে সরকার কোনও ভাবেই বরদাস্ত করবে না তার আঁচ পাওয়া গিয়েছে গত শনিবারই । সরকারি কর্মীদের এই কর্মবিরতি রুখতে ওই দিনই রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন মারফৎ কড়া বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়, কয়েকটি নির্দিষ্ট কারণ ছাড়া ওই দু’দিন যাঁরা অফিসে আসবেন না, তাঁদের ক্ষেত্রে ওই দু’দিন ‘ব্রেক ইন সার্ভিস’ অর্থাৎ চাকরি জীবনে সরকারি কর্মীদের ‘এক দিনের কর্মছেদ’ হিসাবেই অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে সরকার ।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023