মহানগরের রাজপথে শাসক-বিরোধী, বঙ্গে হাইভোল্টেজ বুধবার!

বঙ্গে আজ হাইভোল্টেজ বুধবার। সমস্ত রাজনৈতিক নেতা-মন্ত্রী-কর্তাদের সভা, মিছিল, ধর্না । একাধিক রাজনৈতিক কর্মসূচীতে বঙ্গভূমি আজ উত্তাল ।

কী কী রয়েছে সারাদিন শহর জুড়ে? শহীদ মিনারে হবে তৃণমূলের ছাত্র যুব সমাবেশ। সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও আদালতের নির্দেশে শর্তসাপেক্ষ সভার অনুমতি পেয়েছেন অভিষেক । এই সভার ঠিক ১০০ মিটারের মধ্যে রয়েছে ৬২ দিন বাকি অবস্থানরত ডিএ আন্দোলনকারীদের অবস্থান মঞ্চ।

সভাকে ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না হয় তাই লাগানো হয়েছে একাধিক সিসিটিভি ক্যামেরা। সমাজতল থেকে আলাদা করা হয়েছে দিয়ে মঞ্চ টিন দিয়ে। তার আগে ব্যারিকেড দিয়ে তার সামনে থাকবেন পুলিশ বাহিনী ৩ বরাবর।

পাশাপাশি আজ কেন্দ্রের বঞ্চনায় রেড রোডে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টানা ৩০ ঘণ্টা ধর্না দেবেন মুখ্যমন্ত্রী । অন্যদিকে আজ মৌলালি থেকে বেরোবে বামেদের মহামিছিল । মিছিলে উপস্থিত থাকবেন সিপিএম নেতা-কর্তারা । একই সাথে আজ রয়েছে বিজেপির ধর্না । শ্যামবাজারে ধর্নায় বসবে রাজ্য বিজেপি ।

আর এই ‘ হাইভোল্টেজ’ রাজনৈতিক দিনে বিপাকে পড়ছেন নিত্য যাত্রীরা । একাধিক রাস্তা বন্ধ ও মোড় ঘোরানোর ফলে রাস্তায় বেরিয়ে বিপদে সাধারণ মানুষ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube