মমতার পাল্টা সভা শুভেন্দুর

।। অনিমেষ প্রামাণিক ।।

খেজুরিতে মমতার পাল্টা সভা করতে পারেন শুভেন্দু অধিকারী । আগামী সোমবার, খেজুরির ঠাকুরনগরে মমতার সভার একই স্থানে পাল্টা সভা করতে পারেন শুভেন্দু অধিকারী । ওই সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পাল্টা জবাব দেবেন বিরোধী দলনেতা । গতকাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সভা করেন সেই মাঠেই হতে পারে পাল্টা সভা । বিজেপি সূত্রে এমনটাই খবর ।

গতকাল খেজুরি-১ ব্লকের ঠাকুরনগরের অনুষ্ঠানে, বিজেপি ও শুভেন্দু কে নিশানা করে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের সেইসব দিনের কথা তুলে ধরে তুলোধনা করেন ‘গদ্দার’-দেরও । তিনি বলেন, “১৪ মার্চ যখন গুলিতে মারা গিয়েছিল, সেই সময় খেজুরি দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হত না । সেই সময় গদ্দাররা মাঠে ছিল না । লুকিয়ে বসেছিল। আমি সেই সময় ২৬ দিন অনশন করেছিলাম । ১৪ মার্চের গুলিকাণ্ডের পরও আমি ছুটে এসেছিলাম ।”

একইসঙ্গে শুভেন্দুর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনের পরে নাকি বাবুর গায়ে আঁচড় লেগেছে । একটুও লাগেনি । নন্দীগ্রামে ভোটে লড়তে এসে ওরা আমার পা ভেঙে দিয়েছিল । আমার পায়ে এখনও দাগ রয়েছে । ভাল হয়নি । পুরো ফুলে গিয়েছিল । তারপরও আমি চ্যালেঞ্জ করে হুইলচেয়ার নিয়ে মিছিল করেছিলাম । যাঁরা আমাদের থেকে খেয়ে গিয়ে এখন আমাদের বদনাম করছেন, আমি তাঁদের জন্য শুধু বলি ঈশ্বর-আল্লা তেরো নাম, সবকো সুমতি দে ভগবান ।”

পঞ্চায়েত ভোটের আগে আবারও চর্চার কেন্দ্র হয়ে উঠছে পূর্ব মেদিনীপুর । বিজেপি সূত্রে খবর, আগামী সোমবার খেজুরির ঠাকুরনগরে মমতার পাল্টা সভা করে মুখ্যমন্ত্রীর করা বক্তব্যের পাল্টা জবাব দেবেন বিরোধী দলনেতা । একুশের ভোটের আগেও এমন ছবি দেখা গিয়েছিল । সূত্রের খবর, অনুমতি-সহ সবরকম ছাড়পত্র পেলে আগামী ১০ এপ্রিল সে সভা হতে পারে । যদিও বিজেপির তরফে এই সভা নিয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube