
নিউজটাইম ওয়েবডেস্ক : বিজেপির নজরে এখন ২০২১-এর বিধানসভা নির্বাচন। তাই বাংলার শাসক দলকে চাপে রাখতে এক এক করে নানা পদক্ষেপ গ্রহন করছে গেরুয়া শিবির। মঙ্গলবার সেই মর্মে বাংলায় নিজেদের নেতা-কর্মীদের সাথে নিয়ে এক ভার্চুয়াল সভার আয়োজন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভা থেকেই মমতা সরকারকে একহৈত নিলেন তিনি।
এদিন আমিত শাহ বলেন, কৃষকরা কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প থেকে বঞ্চিত। আর তার কারন হলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি চাইলেই ২ দিনের মধ্যে বাংলার সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে এদিন দাবি করেন শাহ। এবিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, , ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকীর্ণ রাজনীতির জেরেই বাংলার কৃষকরা কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ২ দিনের মধ্যে কেন্দ্র টাকা পাঠাতে তৈরি রয়েছে।’ করোনা আবহে এদিনের ভার্চুয়াল সভায় উপস্থিতির ছিলেন বাংলার তৃণমূল স্তর পর্যন্ত সমস্ত নেতা-কর্মীরা। সেই সভা থেকে রাজ্য সরকারের রাজনীতি এবং দূর্নীতি নিয়ে নানা ভাবে আক্রমণ শানাতে শোনা যায় অমিত শাহকে। এমনকি তাঁর নিশানা থেকে বাদ পড়েননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। একাধারে তৃণমূল সরকারের বিরোধীতা করার পাশাপাশি অন্যদিকে ২০২১-এর বিধানসভা নির্বাচনে যাতে বাংলার মানুষ বিজেপিকে সমর্থন করেন সেবিষয়েও রাজ্যবাসীকে আর্জি জানিয়েছেন। অমিত শাহের দাবি, ‘যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানেই উন্নয়ন হয়েছে। একবার বিজেপিকে বাংলায় সুযোগ দিন। সোনার বাংলা বানাবে বিজেপি।’ তৃণমূল সরকারের রাজনৈত্ক মতাদর্শকে এদিন একহাত নেন শাহ। তিনি বলেন, ‘বাংলাতেই সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসা। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক হিংসাকে রাজ্য থেকে দূরে সরিয়ে রাখবে।’Latest posts by news_time (see all)
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023