
নিউজটাইম ওয়েবডেস্ক : ম্যাচ জিতলো ফ্রান্স । কিন্তু মন জিতলো মরক্কো। ফরাসি কোচ ওয়ালিদ রেগরাগুই। ভীষণভাবে চেয়েছিলেন ফ্রান্সকে হারাতে। পেশাদার কোচ। আবেগ ড্রেসিংরুমে রেখেই ডাগআউটে এসেছিলেন। ম্যাচ হারতে হয়েছে। কিন্তু বুঝিয়ে দিয়েছেন তিনি কী পারেন। প্রথম আফ্রিকান দেশ হিসাবে সেমিতে এসেছিল মরক্কো।
হাকিমি-আমবারাতার ফুটবলে কেঁপে গিয়েছিল ফ্রান্স। এতটা ঝাঁঝ বোধহয় দিদিয়ের দেশঁও আশা করেননি। সুযোগের সদব্যবহার করে ফাইনালের টিকিট পেয়েছে ফ্রান্স। দাপটে খেলেও ছিটকে গেছে মরক্কো। তবে ক্রোয়েশিয়াকে হারিয়ে তৃতীয় স্থানটা দখল করতে চায় অ্যাটলাস সিংহের দল। ওয়ালিদের দল সত্যিই মন কেড়ে নিয়েছে।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023