নিউজটাইম ওয়েবডেস্ক :
মন জিতলো ইংল্যান্ড। ম্যাচ জিতলো ফ্রান্স। ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে দিদিয়ের দেশঁর দল । ফ্রান্সের সামনে এবার মরক্কো। হাইভোল্টেজ ম্যাচে অন্যতম সেরা খেলাটা দেখল কাতার বিশ্বকাপ। শুরুটা শুধুই ফ্রান্সের। এমবাপে-জির-গ্রিজম্যানরা তখন নীল নক্সা বুনছেন। ২৫ মিটার দূর থেকে চুয়ামেনির গোলা পিকফোর্ডকে পরাস্ত করে জালে জড়ালো ৷
এর পরেই ম্যাচটা ধরে নিলো ইংল্যান্ড। সাকা-ফিল ফোডেন-বেলিংহামরা ক্রমাগত প্রেস করতে শুরু করলেন। সাকাকে থামাতে গিয়ে ফাউল করলেন চুয়ামেনি। পেনাল্টি থেকে গোল হ্যারি কেনের।ফ্রান্সকে এগিয়ে দিলেন জিরু। ম্যাগুয়ারকে ঘাড়ে নিয়ে হেড করে গেলেন। কিন্তু এর পরেও নাটক বাকি ছিল। ৮৫ মিনিটে পেনাল্টি পেয়েছিল ইংল্যান্ড। হ্যারি কেন বল ওড়ালেন বারের ওপর দিয়ে।ইংল্যান্ডের ভাগ্যও উড়ে গেল একইসঙ্গে।