
নিউজটাইম ওয়েবডেস্ক : পূঃ মেদিনিপুরের মন্দারমনীর সৈকতে পাওয়া গেল একটি মৃত তিমির দেহ। সেই প্রজাতির এই তিমি মূলত প্রশান্ত মহাসাগরের গভীরে থাকে। খাবারের খোঁজে এরা সাধারণত সমুদ্র স্তরের ওপরের দিকে আসে। এখানেই অনেক ক্ষেত্রে জাহাজ বা বড় জলযানের ধাক্কায় মৃত্যু হয় এদের। এবং পরবর্তিকালে জলের স্রোতে এসে পৌঁছয় সৈকতে। এভাবেই এই মৃত তিমিটির আগমন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইতিমধ্যেই সোমবার সকাল থেকেই মন্দারমনির সৈকতে ভীড় জমিয়েছে স্থানীয় বাসীন্দারা এবং যে কজন পর্যটক আছেন তারাও। এ বিষয়ে প্রশাসনকে অবগত কার হয়েছে। এই মৃতদেহ তারা সংরক্ষণ করা হবে না দাহ করা হবে। সামুদ্রীক প্রাণীর মধ্যে তিমি সবথেকে বড় আকৃতির হয়। নীল তিমি ও ফিন প্রজাতির তিমির পর এই সাই প্রজাতির তিমি আকারে তৃতীয় বৃহত্তম। সাধারণত ৫২ ফিট পর্যন্ত লম্বা হতে পারে এই প্রজাতির তিমি। গভীর সমুদ্রে থাকে, সাগর সংলগ্ন গভীর জলেই প্রধানত থাকে। এবং অগভীর নোনা জলে সাধারণত এরা আসেনা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022