সারা রাজ্য যখন দোল পূর্ণিমায় বিভিন্ন রঙের খেলায় বসন্ত উৎসবে মেতেছে তখন নদীয়ার মায়াপুরের ইসকনের চিত্রটা ঠিক অন্যরকম। বাহ্যিক কোন রং বা আবির নিয়ে বসন্ত উৎসব নয় , মনের রঙে রাঙিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সংকীর্তন মাধ্যমে এখানে দোল উৎসব পালন হয়। পাশাপাশি শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম আবির্ভাব দিবস উপলক্ষে বিগত এক মাস ধরে চলছে বিভিন্ন অনুষ্ঠান , সকাল থেকেই মায়াপুরে রয়েছে ভক্তদের ঢল। রয়েছেন বিদেশি ও বিদেশিনী ভক্তরাও।