
নিউজটাইম ওয়েবডেস্ক : গোড়া থেকেই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর, বিরুদ্ধে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা। দুই পক্ষের সংঘাত কিছুতেই যেন কমছে না। দুই পক্ষই নিজেদের মতামত নিয়ে সমঝোতায় আসছে না। ফলে বারংবার বিক্ষোভে উত্তাল হচ্ছে বিশ্বভারতীর পড়ুয়ারা।
বিগত ২৩ দিন ধরে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভরত ছিলেন পড়ুয়ারা। ঘেরাও থাকার পর গতকাল প্রথমবার বিশ্বভারতীর উপাচার্য তাঁর বাসভবন থেকে বেরোতে চাইলে, উত্তাল হয়ে উঠে পরিস্থিতি। খণ্ডযুদ্ধ বেঁধে যায় একপ্রকার। একদিকে পড়ুয়া অন্যদিকে পুলিশ, ব্যপক ধস্তাধস্তি হয় দু পক্ষে। মাঝরাতেও জারি রইল সেই বিক্ষোভের জের। মধ্যরাতে ছাত্রছাত্রীদের ধর্নামঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিশ্বভারতী কর্তৃপক্ষের বিরুদ্ধে। মাথায় নেই ছাদ, তবু দমে যেতে নারাজ বিশ্বভারতীর পড়ুয়ারা। তারা জানালেন, মাথার উপর ছাদ না থাকলেও থামবে না আন্দোলন। খোলা আকাশের নিচেই জারি থাকবে তাদের আন্দোলন।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023