
।। স্বর্ণালী মান্না ।।
জোরে গান চালানোর প্রতিবাদে বেধড়ক মারধর করা হল বেঙ্গালুরুর এক বাসিন্দাকে । গতকাল লয়েড নেমাইয়া নামক ওই ব্যক্তি বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
ঘটনাটি ঘটে বেঙ্গালুরুর বিজ্ঞান নগরে, ২ এপ্রিল, ভোর ৩টে থেকে ৪টের মধ্যে । স্থানীয় সুত্রে খবর লয়েডের বাড়ির সামনে কিছু মদ্যপ ব্যক্তি গাড়ির মধ্যে জোরে গান বাজাচ্ছিলেন ।ঘটনাটির প্রতিবাদ করায় লয়েড ও তাঁর বোনের উপর চড়াও হন তিন দুষ্কৃতী । গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে, মঙ্গলবার তাঁর মৃত্যু হয় ।পুলিশ সুত্রে খবর, মৃত ব্যক্তির দাদা ভারতীয় সেনায় কর্নেল পদে নিযুক্ত ।
পুলিশ আরও জানিয়েছে এখনও অভিযুক্তদের চিহ্নিত করা যায়নি তবে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন ।ইতিমধ্যেই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে ।ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023