
নিউজটাইম ওয়েবডেস্ক : রাতের রাস্তায় বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা এই রাজ্যে নতুন নয়। সচেতনতার পাঠ পড়িয়ে, চড়া জরিমানা দিয়েও এই বেপরোয়া গতি নিয়ন্ত্রণে আনা যায়নি এখনও। রাতের রাস্তায় দুর্ঘটনার খবর প্রায়শই খবরের শিরোনামে উঠে আসে। এইবার সেই বেপরোয়া গতির বলি হল ট্রাফিক কনস্টেবল।
রবিবার রাতে মা ফ্লাইওভার ওঠার মুখে একটি লাক্সারি ট্যাক্সি দুর্ঘটনার মুখে পড়ে। শুরুতেই রাস্তায় থাকা ৫-৬টি গার্ড রেলে ধাক্কা মারে গাড়িটি। এরপরই রাস্তার মাঝের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে ট্যাক্সিটি। দুর্ঘটনায় গুরুতর চোট পেয়ে আহত হন এক কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল। তাকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি।জানা গিয়েছে, গাড়ি চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। গ্রেফতার করা হয়েছে গাড়ি চালককে।Latest posts by news_time (see all)
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023
- কাজীপাড়ার ঘটনা নিয়ে সরব আইএসএফ বিধায়ক - April 1, 2023